শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ২৫ মার্চ ২০২৫ ১৫ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বন্ধুত্ব, প্রেম, বিয়ে...তারপর ফুলশয্যা, এরপরই ঘটনায় মোড়। এমন কী ঘটল যে, উত্তরপ্রদেশের কনে পুলিশের কাছে ন্যায়বিচারের জন্য কাতর আবেদন জানালেন?
২০২০ সাল, ঘোর অতিমারির সময়। সেই সময়ই অযোধ্যার জ্যোতি শুক্লা অনলাইনে লুডো খেলতেন। জ্যোতি পেশায় একজন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী, অনলাইনে লুডো খেলার সময় সিমি নামের এক মেয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। দু'জনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। অবশ্য কিছুদিন পরই, জ্যোতি জানতে পারেন যে তাঁর বন্ধু সিমি মারা গিয়েছেন।
আসল ঘটনা কী?
সিমির আইডি পরিচালনা করতেন অনিকেত শর্মা। তিনি দাবি করেন যে, সিমির আইডি এখন তিনিই নিয়ন্ত্রণ করবে । এর পর জ্যোতির সঙ্গে অনিকেতের বন্ধুত্ব হয়ে যায়। দু'জনেই ফোন নম্বর বিনিময় করেন। একদিন অনিকেত হঠাৎ জ্যোতির কাছে বিয়ে করার প্রস্তাব দেন। অন্যদিকে, জ্যোতিও অনিকেতকে পছন্দ করতেন। ফলে, অনিকেতের বিয়ের প্রস্তাবে সাড়া দেন জ্যোতি। অনিকেত শর্মা দাবি করেছিলেন যে, তিনি পাঞ্জাবের নওয়ান শহরের মোহন নগরের বাসিন্দা। যা বিশ্বাস করেছিলেন জ্যোতি।
প্রেমের ফাঁদ!
এরপর অনিকেত শর্মা জ্যোতির সঙ্গে দেখা করতে অয়োধ্যায় আসেন। ২০২৩ সালের ৬ মে পার্বতী ম্যারেজ লনে হিন্দু রীতি অনুসারে তাঁদের দু'জনের বিয়ে হয়। জ্যোতির পরিবার বিয়েতে উপস্থিত ছিল, কিন্তু অনিকেতের পরিবার আসেনি। অনিকেত দাবি করেছিলো যে, তিনি অস্ট্রেলিয়ায় কাজ করেন। তাঁর পরিবারও বিদেশেই থাকেন। বিয়ের পর জ্যোতিকে সঙ্গে নিয়ে অনিকেত অস্ট্রেলিয়ায় সংসার করবেন বলে দাবি করেছিলেন। বিয়ের পর, নবদম্পতি ২০২৩ সালের ৭ মে অযোধ্যা ধাম রামায়ণ হোটেলে ওঠেন। তারপরের দিন অর্থাৎ ৮ মে তারা দু'জনেই অযোধ্যা জেলার রয়েল হেরিটেজ হোটেলে চলে আসেন। ৯ মে জ্যোতিকে ছাড়াই অনিকেত অস্ট্রেলিয়ায় চলে যান।
জ্যোতির গুরুতর অভিযোগ-
অনিকেত অস্ট্রেলিয়া চলে গেল জ্যোতির সঙ্গে কথা বলতেন। কিছুদিন পর অবশ্য জ্যোতি, অনিকেতের কাছে যাওয়ার জন্য জেদ ধরেন। এরপরই অনিকেত তাঁকে উপেক্ষা করতে শুরু করেন বলে অভিযোগ করেন জ্যোতি শুক্লা। ফলে ফোনে দু'জনের মধ্যে ঘন ঘন বাক-বিতণ্ডা হত। জ্যোতি পুলিশকে জানিয়েছেন যে, অনিকেত তাঁর কাছ থেকে ৫ লক্ষ টাকাও দাবি করেছিলেন। টাকা না দেওয়ার কারণে অনিকেত জ্যোতিকে নিজের কাছে রাখতে রাজি ছিল না। এই টানাপোড়েন চার মাস ধরে বজায় ছিল। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর, জ্যোতি ট্যুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় অনিকেতের দেওয়া ঠিকানায় পৌঁছান।
এবার ফাঁস হয়ে যায় অনিকেতের মিথ্যা দাবি। জ্যোতি জানতে পারেন যে, অনিকেত বিবাহিত, সন্তান রয়েছে এবং তাঁর বাবা-মা পাঞ্জাবে থাকেন।
অনিকেতের প্রথম স্ত্রীর প্রতিক্রিয়া?
অনিকেত প্রায়ই তাঁর পরিবার এবং বাবা-মায়ের সঙ্গে দেখা করতে পাঞ্জাবে আসতেন। জ্যোতি অভিযোগ করেন যে, যখন তিনি অনিকেতের বাবা-মাকে ফোন করে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন, তখন তাঁরা তাঁকে গালিগালাজ করতে শুরু করেন। জ্যোতি এরপর ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর শেষ চেষ্টা করার জন্য পাঞ্জাবে অনিকেতের পৈতৃক বাড়িতে যান। সেখানে অনিকেতের পরিবারের সদস্যরা তাঁকে মারধর ও গালিগালাজ করেন এবং সেখান থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ। জ্যোতি যখন অনিকেত এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলেন, তখন অনিকেত এবং তাঁর প্রথম স্ত্রী কিটি শর্মা, তাঁকে পারস্পরিক সম্মতিতে পাঞ্জাবি ভাষায় লেখা একটি জাল বিবাহবিচ্ছেদের দলিল দেখান। প্রথম স্ত্রী দাবি করেন যে, আমাদের দু'জনেরই বিবাহবিচ্ছেদ হয়েছে। ফলে জ্যোতির কোনও আইনি পদক্ষেপ নেওয়া উচিত নয়।
জ্যোতিকে অনিকেতের অত্য়াচার-
জ্যোতি যখন অনিকেতের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, তখন অনিকেত তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পত্রে লেখা হয়েছে যে, অস্ট্রেলিয়ায় অনিকেত প্রতিদিন জ্যোতিকে মারধর করত এবং তাঁকে ঘরে আটকে রাখত। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর, জ্যোতি অযোধ্যা পুলিশের কাছে তাঁর উপর নির্যাতনের কথা তুলে ধরেন। অযোধ্যা পুলিশ অনিকেতের বিরুদ্ধে হামলা, যৌতুক হয়রানি এবং প্রতারণা-সহ বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত করছে।
নানান খবর
নানান খবর

ভারতের প্রথম আধার কার্ড তাঁর, আয় মাত্র সাড়ে তিন হাজার, কিন্তু সরকারি সাহায্য পান না, কেন?

‘দেখো মেরে ফেলেছি’, মদের বোতল ভেঙে স্বামীকে কুপিয়ে প্রেমিককে ভিডিও কল কিশোরীর

৫০ কোটির ‘নেকড়ে-কুকুর’-এর গল্প ভুয়ো! ইডির জেরায় সত্যি জানালেন 'পোজ দিয়ে ছবি' তোলা সতীশ

ওয়াকফ সংশোধনী আইনকে স্বাগত, মোদির সঙ্গে দেখা করে জানালেন দাউদি বোহরার প্রতিনিধিদল

২৫ বছর বাদ গ্রাহাম স্টেইনসের হত্যাকারীর মুক্তি, মালা পরিয়ে সংবর্ধনা, ওড়িশা সরকারের পদক্ষেপে বিতর্ক

ভিক্ষুকের হাতে মার খেলেন যুবক! কারণ জানলে অবাক হবেন আপনিও

কাশ্মীর নিয়ে 'উস্কানিমূলক' মন্তব্যে পাক সেনা-প্রধানের, পাল্টা কড়া জবাব নয়াদিল্লির

ছুটির দিনে মহিলা কর্মচারীকে দোকানে ডাকলেন ম্যানেজার, তারপর...

চাকরি পেতে গিয়ে এ কী কাণ্ড ঘটালো স্ত্রী, হাতে নাতে ধরে ফেলল স্বামী

উমিয়াম-জোরাবাট এক্সপ্রেসওয়েতে ১০০ দিনে ২৫টি প্রাণহানি স্পিডিং ও মদ্যপ চালকদের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

তরুণীর এক ভেল্কিতেই জব্দ সাইবার প্রতারক, জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে

৫ বছরের শিশুকে একি করতে বললেন চিকিৎসক! ভিডিও ভাইরাল, তদন্তে স্বাস্থ্য বিভাগ

হিন্দু বোর্ডে মুসলমানদের রাখবেন?: ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে কেন্দ্রকে খোঁচা শীর্ষ আদালতের

পার্সেলে মানুষের কাঁটা হাত! দেখামাত্রই আর্তনাদ ক্রেতার

মুরগির খাঁচার ভিতর আটক দুই শিশু, শোরগোল সমাজমাধ্যমে

অনলাইনে গাড়ি বুক করে বিপদের মুখে তরুণী, তারপর কী হল

ন্যাশনাল হেরাল্ড মামলা: ইডি-র চার্জশিটে সনিয়া-রাহুলের নাম

স্ত্রীর শরীরের তোয়ালের তলায় ওটা কী! দেখেই গলা শুকিয়ে গেল স্বামীর, পালিয়ে গেলেন ঘর থেকেই